অবশেষে জয়রথ থামল ব্রাজিলের
আগেই রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিলের জয়রথ থামল। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের টানা নয় ম্যাচে জয়ের পর কলম্বিয়ার মাঠে ১-১ গোলে ড্র করেছে তিতের শিষ্যরা।
তিতের অধীনে দুর্দান্ত সময় পার করা ব্রাজিল এ দিন শুরুতে ছন্দে ছিল না। এ সুযোগে ব্রাজিল শিবিরে আক্রমণ করে খেলতে থাকে স্বাগতিক কলম্বিয়া। ম্যাচের ২৩ মিনিটে গোলেরও সুযোগ পায় দলটি। তবে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে ধারে বায়ার্নে যোগ দেওয়া রদ্রিগেজ। এর ১০মিনিট পর ফালকাওয়ের জোরালো হেড কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক আলিসন।
বিরতির ঠিক আগে নিজেদের প্রথম আক্রমণেই উইলিয়ানের চমৎকার গোলে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের বাড়ানো বলে বিদ্যুৎ গতির শটে ডান পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন চেলসির মিডফিল্ডার।
বিরতি থেকে ফিরে স্বাগতিকদের সমতায় ফেরান ফালকাও। ম্যাচের ৫৬ মিনিটে সান্তিয়াগো আরিয়াসের ক্রসে দারুণ হেডে গোলরক্ষককে পরাস্ত করেন মোনাকোর এই স্ট্রাইকার।
চার মিনিট পর বাঁ-দিক থেকে রদ্রিগেজের কোনাকুনি শট পোস্টে লাগলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এ ড্রয়ের পর অপরাজেয়ই রইলো ব্রাজিল। প্রথম ম্যাচে চিলির কাছে হারার পর বাছাইপর্বে আর হারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এদিকে দিনের অপর ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে উরুগুয়ে। আর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলের ড্র করেছে মেসির আর্জেন্টিনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন