অবশেষে যুক্তরাষ্ট্রে আশ্রয় পেলেন প্রথম আফগান নারী পাইলট নিলুফার
ক্যাপ্টেন নিলুফার রাহমানিকে আশ্রয় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি আফগান বিমান বাহিনীর প্রথম নারী পাইলট। আফগানিস্তানে নিলুফার ও তাঁর পরিবারকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ১৬ মাস আগে যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছিলেন তিনি।
নিলুফারের আইনজীবী কিম্বারলি মটলি এ তথ্য জানিয়েছেন।
নিলুফারের আইনজীবী বলেন, তাঁর মক্কেল আফগান জঙ্গিদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন। হত্যার হুমকির কারণে তাঁর পরিবার একাধিকবার বাসস্থান পরিবর্তন করেছে। আফগানিস্তানে ফিরলে তাঁকে জীবন নিয়ে শঙ্কায় থাকতে হতো।প্রশিক্ষণের জন্য নিলুফার ২০১৫ সালে প্রথম যুক্তরাষ্ট্র সফর করেন।
এদিকে, মঙ্গলবার নিলুফার বলেন, আমি সত্যিই খুব আনন্দিত। যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে যারা অবদান রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার স্বপ্নের পেশায় ফিরতে চাই।
প্রসঙ্গত, নিলুফার ২০১৩ সালে আফগানিস্তানের প্রথম নারী হিসেবে বিমান বাহিনীর পাইলট হন। ২০১৫ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘ইন্টারন্যাশনাল উইম্যান অব কারেজ অ্যাওয়ার্ড’ অর্জন করেন তিনি।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন