অবশেষে ১৩ দিন লড়াই করে হার মানলেন দগ্ধ ফুলন
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে পুড়িয়ে মারার চেষ্টায় দগ্ধ কলেজছাত্রী ফুলন বর্মণ মারা গেছেন। বুধবার (২৬ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, গত ১৩ই জুন রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বীরপুর এলাকায় মোবাইল ফোনে রিচার্জ শেষে বাসায় ফিরছিলেন কলেজছাত্রী ফুলন বর্মণ। এ সময় তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় ৩ দুর্বৃত্ত। তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার( ২৬ জুন) ভোরে মারা যান তিনি। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করে।
এদের মধ্যে আটক রাজু সূত্রধর নামে এক সহযোগী আদালতে জবানবন্দিতে জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ফুলন বর্মণকে গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা করে ফুপাতে ভাই ভবতোষ বর্মণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন