অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটিতে যশোরের আনোয়ার হোসেন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/11/js.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)’র কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন মো. আনোয়ার হোসেন। তিনি যশোরের পালবাড়ী মোড় বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে।
১৩ নভেম্বর ২০২০ তারিখ কার্যনির্বাহীর জরুরী সভায় এ ঘোষনা দেয়া হয়।
প্রসঙ্গত, নন কমিশন অফিসার মো. আনোয়ার হোসেন অবসর গ্রহনের পর থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমান যশোর জেলা কৃষকলীগ এর কার্যনিবাহী কমিটির সদস্য আছেন এবং জেলা আইসক্রিম পরিবেশক সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)’র সভাপতি হিসেবে ২০১৮ সাল থেকে যশোর জেলার দায়িত্ব পালন করে আসছেন।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নির্বাচক মণ্ডলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনোয়ার হোসেন বলেন, হাই কমান্ড বিশ্বাস রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা রাখতে যথাসাধ্য চেষ্টা করবো।
সংগঠনকে সুসংগঠিত করার জন্য আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের সার্থে কাজ করে যাবো ইনশাআল্লাহ। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সৎ ও নিষ্ঠার সহিত কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নির্বাচক মন্ডলী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন