অবাধ, সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ইসি
বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
তবে সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।
আইন শৃঙ্খলা রক্ষায় অপরিহার্য না হলে কোন রাজনৈতিক নির্বাচনী কর্মীকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিএনপি কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন