অবিশ্বাস্য: যমজ দুই বোনের সন্তানও একই দিনে হলো!
পৃথিবীতে যমজ বোন কিংবা যমজ ভাইয়ের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু তাদের মধ্যে আবার অভিন্ন (আইডেনটিক্যাল) যমজদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অভিন্ন যমজ ‘মনোজাইগোটিক যমজ’ নামেও পরিচিত। মায়ের শরীরে একক ডিমের নিষিক্তকরণের সময় দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ফলে জন্ম হয় তাদের।
কিন্তু অভিন্ন যমজদের সন্তানের জন্মও একই দিনে— এমনটা সচরাচর শোনা যায় না। তবে এবার এমনটিই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায়। র্যাচেল এবং কিম সন্ডার্স এই দুই আইডেনটিক্যাল যমজ বোন নিজেদের সন্তানের জন্ম দিয়েছেন একই দিনে। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে।
চিকিৎসকরা কিন্তু তাদের সন্তান জন্ম দেওয়ার দিন ঠিক করে ছিলেন যথাক্রমে ৮ জুলাই এবং ৯ জুলাই। অথচ র্যাচেল এবং কিমের ছেলের ক্রু এবং টিম জন্ম নেয় একই দিনে। টিকটকে এই অভিন্ন যমজ দুই বোন ভক্তদের জানান যে তারা সন্তান চেয়েছিলেন একই সময়ে এবং মজার কথা হল যে তারা একই সময়েই অন্তঃসত্ত্বা হন। দু’টি শিশুর বয়স এখন ছ’মাস। এদের মায়েরা জানিয়েছেন যে তাদের সন্তানেরা সম্পূর্ণ সুস্থ।
সূত্র: দ্য সান
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন