অবৈধ মোতায়াল্লী বাতিলের দাবিতে মদনে বানববন্ধন

হযরত সৈয়দ আহম্মদ বসরী বুড়াপীর (রা) এর নামে জমি উদ্ধার, আয় ব্যয়ের হিসাব ও অবৈধ মোতায়াল্লী বাতিলের দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাজার সংলগ্ন এলাকায় আশেক সমিতির সদস্য ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দ্রুত উদ্ধার, আয় ব্যয়ের হিসবা ও অবৈধ মোতায়াল্লীর বাতিরে দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন, আশেক সমিতির সভাপতি আবুল হোসেন, জিয়াউর রহমান, মজিবুর রহমান প্রমুখ। তবে এ ব্যাপারে মোতায়ল্লীর ছোট ভাই সুলতান জানান, আমরা মাজারের কোন জমি দখল করি নাই, আমাদের নি
জস্ব জমি এখানে রয়েছে। এখনো তা বিক্রি করি নাই। মাজারের আয়-ব্যয় সর্ম্পকে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন