অভাবের তাড়নায় ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা
ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই বছরের শিশু ও তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন এমনটা দাবি করেছেন নিহত গৃহবধূর স্বামী।
শুক্রবার দুপুরে উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- গাজনা গ্রামের আমীর শেখের স্ত্রী ফরিদা বেগম ও তার দুই বছরের ছেলে রসুল।
খবর পেয়ে দুপুরে মধুখালী থানা পুলিশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফরিদার লাশ উদ্ধার করে। আর শিশুর লাশ ঘরের ভেতর পড়েছিল।
এ ঘটনায় মধুখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ফরিদার স্বামী আমীর শেখ সাংবাদিক ও পুলিশকে জানান, অভাবের কারণে তার স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।
এদিকে ফরিদার বাবা জানান, আর্থিক অভাব নিয়ে সংসারে অশান্তি ছিল। এনিয়ে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বলেন, খবর পেয়ে মা ও শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ফরিদার স্বামী আমীর শেখ সংসারে অভাব-অনটনের কথা জানিয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
প্রায় পাঁচ বছর আগে মধুখালী উপজেলার গাজনা গ্রামের আমির শেখের সঙ্গে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সাংগুড়া গ্রামের মো. ফরিদ মিয়ার মেয়ে ফরিদার বিয়ে হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন