অভিনয়ের হাতেখড়ি নাট্যকার মানস পালের মেয়ে অরিত্রী পালের
আগামী ঈদের জন্য নির্মিত হলো টেলিফিল্ম ‘খেয়ালি বাতাস’। এটি রচনা করেছেন মানস পাল, পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এই টেলিফিল্মটিতে একটি চরিত্রে নাট্যকার মানস পালের মেয়ে অরিত্রী পাল অভিনয় করেছে বলে জানিয়েছেন তিনি।
এই নাটকের মাধ্যমে অরিত্রী পালের অভিনয় জগতে হাতে খড়ি হলো। টেলিফিল্মটির মুল চরিত্রে যারা অভিনয় করেছেন মীর সাব্বির, শবনম ফারিয়া, মিথিলা, ম অ সালাম, শফিক খান দিলু, শেখ স্বপ্না, হিমে হাফিজ ও অন্যান্যরা।
ঈদুল আজহায় টেলিফিল্মটি প্রচার হবে চ্যানেল আইয়ে। টেলিফিল্ম ও তার মেয়ের অভিনয় প্রসঙ্গে মানস পাল বলে, ‘একটি বুদ্ধি প্রতিবন্ধীকে নিয়ে টেলিফিল্মটির গল্প, প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ভাই। এই চরিত্রটি যেহেতু বুদ্ধি প্রতিবন্ধী তাই ছোটদের সঙ্গে তার বন্ধুত্ব। তার তিনটা বন্ধু রয়েছে, এই তিন বন্ধুর একজন হলো আমার মেয়ে অরিত্রী। যদিও দুই দিনে খুব পরিশ্রম গিয়েছে তার, তার পরেও সে অভিনয় করতে পেরেছে এতেই খুশি তিনি। অভিনয়টি সহজ ছিলো না?
সেটে মীর সাব্বির ভাই, শবনম ফারিয়াসহ যাদের সঙ্গে অভিনয় করেছে; সবাই তার অভিনয়ের প্রশংসা করেছে। এখন দর্শকরা দেখার পর বলবে বাকিটা। আশা করছি অরিত্রীর অভিনয় সবার ভালো লাগবে। কারণ তার রক্তে অভিনয় মিশে আছে।
আমার বাবা ছিলেন যাত্রার বিখ্যাত অভিনেতা; আমি নাটকে লেখালেখির সঙ্গে যুক্ত। অরিত্রী গানও গাইতে পারে, কিছুদিন আগে শিশু একাডেমিতে রুনা লায়লার সঙ্গে যে একশ শিশুশিল্পী গাইল সে তাদের মধ্যে একজন ছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন