অভিযান চালাতে ২৪০০ মিটার উঁচুতে তুরস্কের সেনাঘাঁটি
তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ হাক্কারির উঁচু পার্বত্যাঞ্চলে নতুন সামরিকঘাঁটি স্থাপন করেছে।
মঙ্গলবার দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে হুররিয়াত ডেইলি নিউজ এ তথ্য জানিয়েছে।
ইরাকি সীমান্তবর্তী হাক্কারি প্রদেশের সেমডিনলি জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০০ মিটার উচ্চতায় মাউন্ট বালখিয়ায় তুর্কি সেনাবাহিনী এ ঘাঁটি স্থাপন করেছে।
ওই জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৯ মার্চ থেকে এ পর্যন্ত পুঁতে রাখা ১৪টি বোমা অপসারণ করা হয়েছে।
পিকেকে যোদ্ধাদের সীমান্ত অতিক্রম ঠেকাতেই নতুন এ ঘাঁটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়।
গত ১৭ দিনে তুরস্ক ও উত্তর ইরাকের সীমান্ত থেকে ৩৫৭ পিকেকে যোদ্ধাকে নিউট্রালাইজড করা হয়েছে।
সন্ত্রাসীদের হত্যা, আটক কিংবা আত্মসমর্পণ করলে তুরস্কের কর্মকর্তারা সেটিকে নিউট্রালাইজড বলে আখ্যায়িত করেন।
উত্তর ইরাকের হাকুর্ক ও কানি রাশ অঞ্চল থেকেও সংগঠনটির গুরুত্বপূর্ণ নেতাসহ ৬৭ জনকে ও কানদিল অঞ্চল থেকেও ৪১ জনকে নিউট্রালাইজ করা হয়েছে। কানদিলে পিকেকের প্রধান কার্যালয় অবস্থিত।
তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে (পিকেকে) সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে। ২০১৫ সালের জুলাই থেকে সংগঠনটি তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র হামলা শুরু করে।
এর পর থেকে পিকেকের হামলায় এ পর্যন্ত এক হাজার ২০০ নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
পিকেকের পক্ষে প্রচার ও সহায়তার জন্য এ পর্যন্ত এক হাজার ৫৯ ব্যক্তি গ্রেফতার হয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন