অভ্যন্তরীণ বিমানযাত্রায় লাগবে জাতীয় পরিচয়পত্র
অভ্যন্তরীণ বিমানযাত্রায় বোর্ডিং পাস পেতে টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বো অন্য যেকোনো ফটো আইডি কার্ডের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি বা কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি জমা দিতে হবে।
সরকারি নির্দেশনা মোতাবেক এখন থেকে বাংলাদেশ এয়ারলাইন্সসহ সকল এয়ারলাইন্সের বাংলাদেশের ভেতরে অর্থাৎ অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
গত ৩০ জুন সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক রুটের ফ্লাইটে চড়তে পাসপোর্ট প্রয়োজন হলেও এতোদিন অভ্যন্তরীণ রুটে কেবল টিকেট থাকলেই বোর্ডিং পাস তথা বিমানে চড়ার অনুমতি পাওয়া যেত।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে যিনি টিকিট কাটছেন, তিনিই ভ্রমণ করছেন কিনা তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন