অভ্যন্তরীণ সংঘর্ষে সুন্দরবনের বাহিনী প্রধান নিহত
অর্থ ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সংঘর্ষে সুন্দরবনের দস্যু বাহিনীর প্রধান নূর হোসেন (৪৫) নিহত হয়েছে।
তিনি নূর হোসেন বাহিনীর প্রধান ছিল। তার বাড়ি কয়রা উপজেলায়।
সোমবার রাতে স্থানীয় জেলেরা বনের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে তার মরদেহ লোকালয়ে নিয়ে আসে। পরে শ্যামনগর থানা পুলিশ লাশটি নিজেদের হেফাজতে নেয়।
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, নিজেদের বাহিনীর সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নূর হোসেন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার বিকালে তাদের মধ্যে বিরোধ সৃষ্টির পর পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিহত নুর হোসেনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অসংখ্য চিহ্ন রয়েছে। সুন্দরবনের চালতে বাড়িয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন