অযৌতিক পদায়ন ও শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে কুড়িগ্রামে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/09/Kurigram-Teachers-Human-Chain-Photo2-18-09-2024-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢাকার শিক্ষাভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলার বৈষম্যবিরোধী শিক্ষক পরিষদের ব্যানারে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ র্যালি ও মানববন্ধন করা হয়েছে।
র্যালি শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসনে, এনামুল হক, আফরোজা বেগম, নারায়ণ চন্দ্র, সহকারী শিক্ষিকা ফরিদা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক শিক্ষকদের বিধিসম্মত উচ্চপদগুলো প্রকল্প থেকে আগত কর্মকর্তাগণ অবৈধভাবে দখল করার প্রচেষ্টা চালাচ্ছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিশ^বিদ্যালয় প্রশাসন চালায়, সরকারি কলেজের শিক্ষকগণ কলেজ প্রশাসন চালায়, সেখানে সরকারি মাধ্যমিক শিক্ষকগণ মাধ্যমিক প্রশাসন চালাবে এটাই বিধিসম্মত।
কিন্তু আওয়ামী সরকারের শিক্ষা সচিব এন.আই খানের পৃষ্ঠপোষকতায় বিধি বহির্ভূতভাবে সেসিপ প্রকল্প থেকে মানবিক দিক বিবেচনায় উপবৃত্তি কর্মকর্তাগণ চাকরি স্থায়ীকরণের সুযোগ লাভ করে। বর্তমানে আবারও নিয়োগবিধি না থাকার পরেও তারা জোরপূর্বক জেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) পেতে মাউশিতে বিশৃঙ্খলা করে।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অযৌক্তিক পদায়ন বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কুড়িগ্রামে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন আয়োজন করেছি। আমাদের দাবি অগ্রাহ্য করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। মানববন্ধনে অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন