অরুণাচল প্রদেশে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ

অরুণাচল প্রদেশে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ
ভারতের অরুণাচল প্রদেশে চীন সীমান্তে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।

গত শুক্রবার (৯ ডিসেম্বর) তাওয়াং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সোমবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এ সংঘর্ষে কমপক্ষে ছয়জন ভারতীয় সেনা আহত হয়েছে।

২০২০ সালে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ২৪ জন নিহত হওয়ার পর এই প্রথম বড় কোনও সংঘর্ষের ঘটনা ঘটলো।

বিবৃতিতে ভারতের সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষের পর তাৎক্ষণিক ওই স্থান থেকে সরে যায় দুই দেশের সেনারা। শান্তি ও স্থিতিশীলতা পুনর্বহাল করতে পরে দুই পক্ষের কমান্ডাররা একটি বৈঠক করেন।

মঙ্গলবার ভারতের পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, চীনা সেনারা বিতর্কিত ইয়াংজি এলাকার সীমান্তে ‘ভারতীয় এলাকায় ঢুকে পড়লে’ এবং ‘একতরফাভাবে স্থিতিশীল অবস্থা পরিবর্তন করার চেষ্টা করলে’ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

তিনি বলেন, ভারতীয় সেনারা কঠোরভাবে এর জবাব দেন এবং চীনা সেনাদের ‘ভারতের সীমায় অবৈধভাবে ঢুকে পড়া’ ঠেকান।

তিনি আরও জানান, ‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে’ এ ঘটনার ব্যাপারে চীনকে জানানো হয়েছে।

এ ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও বিস্তারিত না জানালেও, সীমান্তের পরিস্থিতি ‘স্থিতিশীল’ রয়েছে বলে মন্তব্য করেছে তারা।

উল্লেখ্য, চীন ও ভারতের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

এর আগে ২০২০ সালে লাদাখ অঞ্চলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনার মৃত্যু হয়। তবে সে সংঘর্ষে বন্দুকের পরিবর্তে লাঠিসোঁটা ব্যবহৃত হয়েছিলো, যা দুই দেশের মধ্যে গত ৪৫ বছরে প্রথম প্রাণঘাতী সংঘর্ষ।