অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের থ্যালার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/10/Novel20171009162807.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চলতি বছর অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স তার নাম ঘোষণা করেছে।
নোবেল কমিটি এক বিবৃতি জানিয়েছে, অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানসিকভাবে বাস্তব অনুমানকে একীভূত করার বিষয়টি বিশ্লেষণ করেছেন থ্যালার। সীমিত বিচারবোধ, সামাজিক পছন্দ ও আত্মনিয়ন্ত্রণের অভাবের মতো মানবিক বৈশিষ্ট্যগুলো কীভাবে ধারাবাহিকভাবে ব্যক্তির সিদ্ধান্ত ও বাজারের সরবরাহকে প্রভাবিত করে তা দেখিয়েছেন এই মার্কিন অর্থনীতিবিদ।
৭২ বছর বয়সী থ্যালার বর্তমানে ইউনিভার্সিটি অব শিকাগোর বুথ স্কুল অব বিজনেসের আচরণগত বিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন