অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না সালমান খানের নায়িকার
এরই নাম হয়তো মায়ানগরী ৷ এক রাতে লাইমলাইটে আসা, আর ঠিক রাত কাটতেই যেন ঘন কালো অন্ধকারে ৷ ফেম, অর্থ, প্রতপত্তি যেন ক্ষণিকের ৷ না হলে কি বলিউডের এক সময়ের হিরোইনের অবস্থা এখন এরকম হয়! তাও আবার বলিউডের রাজা সালমানের সঙ্গে অভিনয় করেছেন যখন! হ্যাঁ, ঠিক এরকমটিই ঘটেছে এক সময়ের নায়িকা পূজা ডডওয়ালের সঙ্গে ৷ যিনি এখন নার্সিং হোমের বিছানায় শুয়ে মৃত্যুর দিন গুণছেন ।
৯০ সালে সালমানের বীরগতি ছবিতে দেখা গিয়েছিল পূজাকে ৷ অভিনেত্রী পূজা এখন টিবি ও ফুসফুসের সংক্রমণের অসুখে ভুগছেন ৷ এমনকী, অর্থনৈতিক দিক থেকে এতটাই বিপর্যস্ত পূজা যে, চিকিৎসার জন্য অর্থ জোগার করতে পারেননি ৷
কোনও উপায় না দেখে, অবশেষে সংবাদ মাধ্যমের সাহায্য নেন পূজা ৷ পূজা জানান, ‘আমি গত ১৫ দিন থেকে টিবি হসপিটালে ভর্তি রয়েছি ৷ আমার অসুস্থতার কথা জানিয়ে সলমনকে একটি ভিডিও পাঠিয়েছি ৷ আশা করি সালমান আমাকে সাহায্য করবে!’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন