অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত, সহযোগিতার আবেদন প্রতিবন্ধী করিমের


জন্মগতভাবে বামন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কখনো অন্যের কাছে হাত পাতেননি নুরুল করিম (৪০)। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করে নিজের উপার্জিত অর্থ দিয়ে ছোট একটি পানের দোকান দিয়ে শুরু করেন ব্যবসা। ধীরে ধীরে সেই পুঁজি বাড়িয়ে চাল-ডালসহ বিভিন্ন গৃহস্থালী পণ্যের দোকান দিয়ে স্বাবলম্বী হয়ে উঠেন তিনি।
কিন্তু সম্প্রতি কোমরে তীব্র ব্যথা অনুভব করলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানতে পারেন, তার কোমরের হিট জয়েন্টের দুটি বল বিকল হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ৮ লক্ষ টাকা। দ্রুত অপারেশন না করালে তার জীবন সংকটাপন্ন হয়ে পড়বে।
এ অবস্থায় এত বড় অঙ্কের অর্থ জোগাড় করতে না পেরে করিমের সাজানো সংসারে নেমেছে হতাশা। স্ত্রী ও দুই সন্তানসহ পাঁচ সদস্যের পরিবারের ব্যয়ভার কীভাবে বহন করবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন এই প্রতিবন্ধী যুবক।
নুরুল করিম চট্রগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মাহাজন গ্রামের বাসিন্দা। তার পরিবারে স্ত্রী আকলিমা বেগম ও দুই পুত্র সন্তান রয়েছেন। বড় ছেলে সাদমান হোসেন কারিফ স্থানীয় সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী, আর ছোট ছেলে সাব্বির হাসানের বয়স মাত্র দুই বছর।
বর্তমানে তিনি নরসিংদী জেলার প্রখ্যাত হাঁড়, জয়েন্ট ও মাংসপেশির বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সৈয়দ আরিফুল ইসলামের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসক জানান, ‘করিমের কোমরের হিট জয়েন্ট দ্রুত প্রতিস্থাপন করতে হবে, অন্যথায় তার অবস্থা গুরুতর হতে পারে। তবে রোগীর আর্থিক অবস্থা ভালো নয়।’
নুরুল করিম বলেন, ছোটবেলা থেকেই আমি শারীরিক প্রতিবন্ধকতার কারণে ভারী কাজ করতে পারতাম না। তাই বাড়ির আঙিনায় একটি ছোট দোকান দিয়েছিলাম। কিন্তু এখন অসুস্থতার কারণে দোকানে মাল তুলতেও পারছি না। চিকিৎসা খরচে দোকানের পুঁজিও শেষ হয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি আজ বাধ্য হয়ে মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। আমার জমিজমা নেই, আত্মীয়-স্বজনও এত টাকা জোগাড় করতে পারবে না। তাই বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি, মানবিক দৃষ্টিতে সবাই আমাকে সহযোগিতা করবেন।’
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ পার্সোনাল অ্যাকাউন্ট : ০১৮১৮৪৮৪৫২৩।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন