অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় বিমানের ৭৬ যাত্রী
পাইলটের বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পেল ভারতের ইন্ডিগো এয়ার লাইন্সের একটি বিমান।
কলকাতার দমদমে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাত সোয়া ৮টায় গুয়াহাটিগামী ওই বিমানটি ৭৬ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পরই পাইলট ককপিটে ধুঁয়া দেখতে পান। খবর এনডিটিভির।
সঙ্গে সঙ্গে দমদমে ফিরে এসে রাত সাড়ে ৮টার দিকে জরুরি অবতরণ করলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানটি।
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিমানটি ওড়ার ১৫ মিনিট পরই ফের ফিরে আসে বিমানবন্দরে।
ককপিট থেকে স্মোক অ্যালার্ম বেজে ওঠার সঙ্গে সঙ্গেই বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসিকে খবর দেন। তবে, কী কারণে ধুঁয়া ছড়িয়ে পড়েছিল তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন