অশ্রুসিক্ত নয়নে অবসরে কলারোয়ার শিক্ষক আ. গফফার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/10/1-9.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সিনিয়র শিক্ষক আব্দুল গফফার নিয়মানুসারে অবসরে গেলেন।
শনিবার (৩০ অক্টোবর) মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের ভালবাসা ও অশ্রুসিক্ত নয়নে শিক্ষাকতা জীবনের শেষ কর্ম দিবস শেষ করেন আব্দুল গফফার। সেসময় তিনি নিজেও নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে অঝোরে কেঁদে ফেলেন। তখন সেখানে এক আবেগঘন অশ্রুসিক্ত পরিবেশ তৈরি হয়। বিরাজ করছিল সুনশান নিরবতা। সবাই তখন ভাষা হারিয়ে ফেলেছিল।
বিদায় উপলক্ষ্যে বিশেষ দোয়াপূর্ব আলোচনায় স্মৃতিচারণ করেন শিক্ষকবৃন্দ।
স্মৃতিচারণ করতে যেয়ে শিক্ষক আব্দুল গফফার বলেন, ‘আজ আমার শিক্ষকতা জীবনের সার্থকতা বুঝতে পারলাম।’
তিনি সকল সহকর্মীর নিকট দোয়া কামনা করেন এবং সব সময় সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আগামীতেও মাদ্রাসার সকল কাজে সহযোগীতা করার আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মো. বজলুর রহমান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন