অষ্টম আইকন ক্রিকেটার মুস্তাফিজ
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে নতুন আইকন ক্রিকেটার হিসেবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের নাম শোনা যাচ্ছিল আগে থেকেই। অবশেষে অষ্টম আইকন ক্রিকেটার হিসেবে তার নাম ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
সোমবার একমি ভবনে এবারের বিপিএল আসর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
তবে আইকন খেলোয়াড় হিসেবে মুস্তাফিজ কোন দলের হয়ে খেলবেন তা নিশ্চিত করা হয়নি।
সবশেষ আসরে অবশ্য ইনজুরিতে আক্রান্ত থাকায় খেলা হয়নি মুস্তাফিজের। তবে ২০১৫ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন তিনি।
বিপিএলে আগের ৭ আইকন ক্রিকেটারদের মধ্যে রয়েছে- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার। এদের মধ্যে এবার মাশরাফিকে রংপুর রাইডার্স, সাকিবকে ঢাকা ডায়নামাইটস, তামিমকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, মাহমুদুল্লাহকে খুলনা টাইটানস, মুশফিককে রেখেছে রাজশাহী কিংস আইকন খেলোয়াড় হিসেবে খেলাবে। তবে সাব্বিরের বিষয়টি এখনও নিশ্চিত নয়।
এদিকে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় গত আসরে বাদ পড়া সিলেট রয়্যালস এবার আবার মাঠে ফিরেছে। ফলে বিপিএলে দল সংখ্যা দাঁড়িয়েছে আটে।
৩১ অক্টোবর থেকে বসছে বিপিএলের পঞ্চম আসর। আর ২ নভেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন