অসংখ্য সীমান্ত হত্যার বিচার পাইনি- ডা: শফিকুর রহমান

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বিএসএফের গুলিতে নিহত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে হাসিনুরের বাড়িতে যান জামায়াতের আমির ডা: শফিকুর রহমান। হাসিনুরের বাবার সাথে দেখা করেন। এসময় তিনি হাসিনুরের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসময় তিনি বলেন, আমাদের পাশে আছে হাসিনুরের বাবা।ওনাদের এক ছেলে এক মেয়ের সংসারে আল্লাহ তায়ালা ছেলেটাকে নিয়ে গেলেন।কিন্তু সে স্বাভাবিকভাবে যায়নি। সে আমাদের স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। বাড়ীতে এসেছিলেন মাত্র ৫ দিন আগে আমি শুনেছি।

সে গেছিলো গবাদি পশুর জন্য কিছু ঘাস কাটতে। সে তো কোন কামান দেখাতে যায়নি। কারো উপর আক্রমণ করতে যায়নি।কিন্তু নিরীহ ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিন্দা জানাই, আমরা এটার বিচার চাই। ভারত বলে তারা আমাদের বন্ধু দেশ।ফেলানীর বিচার এখনো পেলাম না।

অসংখ্য সীমান্ত হত্যার বিচার পাইনি। ভারতের কাছে আহ্বান জানাবো অন্ত:ত এই বিচারটা করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু। বন্ধুত্বের জন্য ভালোবাসা বিনিময় করতে হয়, দায়িত্ব নিতে হয়।

সরকারকে উদ্দেশ্য করে ডাঃ শফিকুর রহমান বলেন হত্যা কান্ড হয়েছে এ দেশের মাটিতে,লাশ নিয়ে গেছে ভারতে বিচার হতে হবে বাংলাদেশে। এ হত্যাকান্ডের বিচারের জন্য সরকার উদ্যোগ নিন ভারতকে বলেন সৎ ইচ্ছা নিয়ে সহযোগিতা করুন।

এসময় তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন আপনারা যত এগিয়ে আসবেন আমরাও তত আপনাদের দিকে এগিয়ে যাব। এ জাতি বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। আমরা প্রমান করবো আমরা মর্যাদা দিতে জানি। নিহত পরিবারের উদ্দেশ্যে জামায়ার আমির বলেন।

ধৈর্য ধরুন,দাবী আদায়ে মজবুদ ও অটল থাকেন। আমরা আপনাদের সাথে আছি। এসময় নিহত পরিবারের হাতে উপহার সামগ্রি তুলে দেন তিনি।