অসময়ের বৃষ্টি আলু চাষিদের জন্য ‘খাঁড়ার ঘা’

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে অসময়ের ঝড় বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সবচাইতে বিপাকে পড়েছে জেলার আলু চাষিরা। এই বৃষ্টি তাদের জন্যে এনেছে মরার উপরে খাঁড়ার ঘা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এতে আলুক্ষেতে পানি জমে গিয়ে আলু উঠানো যাচ্ছেনা। এমনিতেই যেখানে এবছর আলু বিক্রি করতে হচ্ছে ৩ থেকে ৪ টাকা কেজি। সেখানে আলু উত্তোলন করতে না পারলে চাষিরা আরও বিপাকে পড়তে পরে বলে মনে করেন ঠাকুরগাঁও কৃষি কর্মকর্তা।

ঠাকুরগাঁওয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, বৃষ্টিতে আগাম গমের ও আলুর কিছুটা ক্ষতি হয়েছে এবং কৃষিকাজ ব্যহত হয়েছে। ক্ষতিগ্রস্ত আলু ক্ষেতের পরিমাণ প্রায় ৫ হেক্টর।

সরেজমিনে দেখা যায়, জেলার আলু ক্ষেতগুলোতে বৃষ্টির পানি জমে আছে। এছাড়াও বৃষ্টিতে গম, সরিষা, ভূট্টাসহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে।

এই বিষয়ে কথা হয় দেবীগঞ্জ এলাকার আলু চাষি রাজ্জাকের সঙ্গে। তিনি বলেন, আগাম আলুতে পুজি ফেরত তো দূরের কথা, খরচও উঠাতে পারি নাই। এখন আলুর পানি না শুকালে আলু তোলাও যাচ্ছেনা। পানি শুকানোর পর যখন সবাই আলু তুলবে তখন দাম আরও কমতে পারে। আলু নষ্ট হবারও ভয় পাচ্ছি।

ঠাকুরগাঁওয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আবু হোসেন বলেন, অসময়ের এই বৃষ্টির কারণে কৃষিকাজ ব্যাহত হয়েছে। কৃষকরা এখন আলু ক্ষেতে পানি না শুকানো পর্যন্ত আলু উত্তোলন করা থেকে বিরত থাকবে। এখন সবচেয়ে জরুরি জমাট পানি ক্ষেত থেকে বের করার ব্যবস্থা করা।