অসহনীয় গরম : যশোরের রাজগঞ্জে হিট স্ট্রোকে একজনের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/মৃত্যু.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সারা দেশে তাপ প্রবাহে জনজীবন বিপর্যস্ত। এতে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এরই মধ্যে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে।
জানা গেছে- গত রবিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের রুপোসপুর গ্রামের সুজান হোসেন (৫০) নামের এক কৃষক তার নিজের ক্ষেতে ইরি-বোরো ধান কাটছিলো। এসময় অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক আক্রান্ত হয়ে ওই ধান ক্ষেতেই মৃত্যু বরণ করেন তিনি।
সে ওই গ্রামের ফজু সানার ছেলে এবং পাঁচ সন্তানের জনক বলে জানা গেছে।
স্থানীয় আ.লীগ নেতা রুপোসপুর গ্রামের আবু তালেব এ মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন