অসাম্প্রদায়িক চেতনার এদেশে নির্বিঘ্নে হবে দুর্গাপূজা: ব্রি. জেনারেল

২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহান সাদি বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করছে। প্রতিটি ধর্মীয় আচার-অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালন করে আসছেন স্ব-স্ব ধর্মের মানুষ। এখানে কোনো ভেদাভেদ নেই, নেই ধর্মীয় বৈষম্য।

তিনি আরও বলেন, প্রতিটি দুর্গা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। সম্প্রিতির এদেশে দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর কেন্দ্রীয় দুর্গামন্ডপ পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ডপ কমিটির সভাপতি গৌতম কুমার মহন্তের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্তের সঞ্চালনায় মতবিনিয়ম সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন প্রমুখ।