অস্ট্রেলিয়ার টিমবাসে ঢিল মারার তদন্তে পাওয়া গেল যে তথ্য
ঘটনাটি গত ৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যার। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে টিম বাসে করে অস্ট্রেলিয়া দল হোটেলে ফিরছিল। সেই সময় তাদের বাসে একটি ঢিল এসে লাগে। তাতে ভেঙে যায় গাড়ির কাচ।
এদিকে নিরাপত্তা নিয়ে বরাবরই খুঁতখঁতে অস্ট্রেলিয়া দল এ ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়। অজিদের জন্য বাড়ানো হয় আরো নিরাপত্তা। এ নিয়ে বিবৃতিও দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল। বিব্রতকর অবস্থায় পড়ে বিসিবি। নড়চড়ে বসে নিরাপত্তা বিভাগ। গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি। এই তদন্ত কমিটিই জানতে পারে আসল ঘটনা।
তদন্ত কমিটি থেকে জানা যায়, কোনো দুষ্কৃতকারী নয়, অজি বাসের জানালার একটা অংশ ভেঙেছিল কোনো এক শিশুর অনিচ্ছাকৃত ছুঁড়া ঢিলে। তদন্তে বেরিয়ে এসেছে এই সত্যটা। আর এ সত্য ঘটনায় আশ্বস্ত হয়ে এখন পুরো নির্ভার অজি দল ও নিরাপত্তা বিভাগ।
তদন্তে বেরিয়ে আসে, ওই দিন বিকালে বারো কোয়ার্টার মাঠে টেপ টেনিস দিয়ে ক্রিকেট খেলছিল নয় শিশু, যাদের বয়স ৭- ৯ বছরের মধ্যে। শেষ দিকে খেলা নিয়ে গণ্ডগল বেঁধে যায় তাদের মধ্যে। শুরু হয় ঢিল ছুঁড়াছুঁড়ি। এরই একটি গিয়ে লাগে অস্ট্রেলীয় টিম বাসের জানালায়। পুরো ঘটনাটা জানানো হয় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টকে। সঙ্গত কারণে গ্রেফতার করা হয়নি শিশুদের।
তবে ওই নয় শিশুকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল টিম হোটেলে। যাতে ইচ্ছা করলে ওই শিশুদের সঙ্গে কথা বলে এর সত্যতা যাচাইও করতে পারেন অজি নিরাপত্তা বিভাগ। অবশ্য সেটা করেননি তারা। পুরো ঘটনা খুশি মনেই বিশ্বাস করে নিয়ে স্বাভাবিক হয়েছেন সফরকারীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন