অস্ট্রেলিয়ার সাংবাদিকের কটাক্ষের শিকার কোহলি
ক্রিকেট মহলে বিরাট কোহলির অনুরাগীর সংখ্যা কম নয়। যদিও সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়ককে অনেকেই ট্রোল করেন।
সম্প্রতি এক অস্ট্রেলিয়ান সাংবাদিক ডেনিস ফ্রিডম্যান ভারতীয় দলের বর্তমান অধিনায়ককে বিদ্রুপ করার চেষ্টাও করেন। এর আগেও এই অজি সাংবাদিক ঝাড়ুদার বলে কটাক্ষ করেছিলেন কোহলিকে।
কোহলিকে কটাক্ষ করতে ফ্রিডম্যান আশ্রয় নেন সোশ্যাল মিডিয়ার। টুইটারে কোহলির একটি ছবি পোস্ট করে বিদ্রুপ করারও চেষ্টা করেন তিনি। কোহলির বিস্ময়সূচক চাহনির ওই ছবি পোস্ট করে ফ্রিডম্যান লিখেছেন, যখন তুমি ব্যাট করতে গিয়ে দেখতে পাও আমিরের হাতে বল।
একদমই মজা করে এমন পোস্ট করেছেন ফ্রিডম্যান। কোহলি-ভক্তরা এমন ধরনের টুইট মেনে নিতে পারেননি। তারাও পালটা দিয়েছেন। ফ্রিডম্যানকে ছেড়ে কথা বলেননি।
এক কোহলি ভক্ত লিখেছেন, এটা তো পাকিস্তানের প্রতিক্রিয়া বিশ্বকাপে যখন ওরা ভারতের মুখোমুখি হয়। আরেক কোহলি ভক্ত লিখেছেন, অস্ট্রেলিয়া যখন কোহলিকে ব্যাট করতে নামতে দেখে, তখন ভেবে পায় না কেমন বোলিং করবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন