অস্ট্রেলিয়া দলকে সব ধরনের নিরাপত্তা দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সব ধরনের নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান শন ক্যরোলের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ইংল্যান্ড দল বাংলাদেশে সফর করলে তাদের নিরাপত্তায় আশ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। তারা মনে করেছে বাংলাদেশ সবসময় সেভ। সেজন্য তারা খেলতে আসছে।
তারা জানতে চায় তাদের আমরা ইংল্যান্ডের মতো নিরাপত্তা দেবো কিনা? তাদের আমরা বলেছি বাংলাদেশ স্পোর্ট লাভিং কান্ট্রি। খেলার জন্য সবকিছুই করে এদেশের মানুষ। শুধু জনগণ নয় খেলাকে প্রমোট করার জন্য প্রধানমন্ত্রীও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আর উনি ক্রিকেট লাভার এটা সবাই জানে।
তাদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু ইংল্যান্ডের মতো নয়, অস্ট্রেলিয়া যে ধরনের নিরাপত্তা চাইবে সে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে সরকার বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন