অস্ত্রোপচারেও ফিরবে না সিদ্দিকুরের দু’চোখের আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের টিয়ারশেলে আহত তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের চোখের আলো অস্ত্রোপচারেও ফিরবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সোমবার চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুর রহমানের চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

পরীক্ষার পর চিকিৎসক লিংগম গোপাল অস্ত্রোপচার করেও সিদ্দিকুরের চোখের কিছু হবে না বলে জানান।

সিদ্দিকুর রহমানের বন্ধু, সহপাঠী শেখ ফরিদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে সিদ্দিকুরের বড় ভাই নায়েব আলীর সঙ্গে কথা বলে এ তথ্য জেনেছেন বলে দাবি করেন শেখ ফরিদ।

এদিকে চোখ আর ভালো হবে না জেনে সিদ্দিকুর ও তার ভাই ভেঙে পড়েছেন বলেও জানান ফরিদ।

এর আগে ২০ জুলাই রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা চালায় ও টিয়ারশেল ছোড়ে। এসময় টিয়ারশেলের আঘাতে আহত হন সিদ্দিকুর। পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা সিদ্দিকুরের ডান চোখ নষ্টের খবর দেন। তবে বাম চোখ বেঁচে যাওয়ার আশাবাদ জানিয়েছিলেন।