অস্ত্র সংগ্রহ করলে যুদ্ধ যুদ্ধ ভাব আসে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা কারো অস্ত্রের ভাণ্ডার সৃষ্টি করতে চাই না। কেননা অস্ত্র সংগ্রহ করলে যুদ্ধ যুদ্ধ ভাব আসে। শুক্রবার (১ এপ্রিল) মন্ত্রীর নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী শনিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী সফর সামনে রেখে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

যুক্তরাষ্ট্রের অস্ত্রের বিক্রির প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে ড. মোমেন জানান, আমরা তাদের প্রস্তাব ফেলেও দেইনি। গ্রহণও করিনি। তবে, আমরা কারো অস্ত্রের ভাণ্ডার সৃষ্টি করতে চাই না। কেননা আমরা শান্তি প্রিয় দেশ। সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্ব। অস্ত্র সংগ্রহ করলে যুদ্ধ যুদ্ধ ভাব আসে। আমরা বলতে চাই, এটা তোমাদের একটা ব্যবসা। তবে, অন্য আরও ব্যবসা করতে পারেন আমাদের সঙ্গে। আপনারা আমাদের টেকনোলজি দিন।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আগামী ৪ এপ্রিল (শুক্রবার) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। বৈঠকে র‌্যাবের নিষেধাজ্ঞা, বঙ্গবন্ধুর খুনির ফেরত ও রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হবে।

আরেক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল একটি দর্শন মাত্র। এতে যোগ দেয়ার কিছু নেই। আবার এর সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিমতও নেই।