আইএসকে লক্ষ্য করে সাবমেরিন থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
সিরিয়ার দেইর ইজ্জরে জঙ্গিগোষ্ঠী আইএসের অবস্থান লক্ষ্য করে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থানরত ভেলিকি নোভগোরোদ সাবমেরিন থেকে এ হামলা চালানো হয়।
দেইর ইজ্জরের আবু কেমাল বসতির কাছে এ হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে আইএসের কয়েকটি কমান্ড পোস্ট, অস্ত্র ও গোলাবারুদের গুদাম, সাঁজোয়া বহর মোতায়েন করা একটি সামরিকঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন