আইএসের শীর্ষ ৩ নেতা নিহত
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) তিনজন শীর্ষস্থানীয় নেতা ও পরিকল্পনাকারী নিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র।
ইরাক ও সিরিয়ায় বিগত দুই মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় তারা নিহত হন বলে শুক্রবার এক বিবৃতিতে দাবি করেছে প্রেন্টাগন। খবর এএফপির।
এদের মধ্যে তুরস্কের মুস্তফা ঘানুস নিহত হন গত ২৭ এপ্রিল। সিরিয়ার মায়াদিনে চালানো বিমান হামলায় তিনি নিহত হন।
আইএসের সামরিক বাহিনীর পরিকল্পনাকারী আলজেরিয়ার নাগরিক আবু অসিম আল-জাজেরি গত ১১ মে নিহত হন, সিরিয়ার মায়াদিনেই তিনি নিহত হন।
এছাড়া আইএসের সামরিক নেতা আবু খাত্তাব আল-রাউয়ি নিহত হন গত ১৮ মে, ইরাকের কায়েমে।
পেন্টাগন জানিয়েছে, নিহতরা সবাই অন্য দেশ থেকে সিরিয়া ও ইরাকে গিয়ে আইএসের পক্ষে যুদ্ধ করেছেন। তবে আবু খাত্তাব আল-রাউয়ি কোন দেশের নাগরিক তা নিশ্চিত করতে পারেনি পেন্টাগন।
এদিকে সিরিয়ার পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলে আইএস জঙ্গিদের অন্তত ৮০ জন স্বজন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৩ জন শিশু রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন