আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/11/Advocat-Pic-28-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২৮ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দুর্গাপুর চৌকি আদালত চত্বরে এই কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর আইনজীবী সমিতি।
মানববন্ধনে ও সমাবেশে বক্তারা বলেন,চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ’কে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্য দিবালোকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত ঐ সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। সেই সাথে সারাদেশের সকল আদালতের নিরাপত্তা জোরদার করার দাবীও জানান তারা।
মানববন্ধনে এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারীর আহবানে ও ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র এডভোকেট মানেশ চন্দ্র সাহা,এডভোকেট শাহ্নেওয়াজ আকুঞ্জি, এডভোকেট আব্দুল ওয়াহাব, এডভোকেট জাকারিয়া সরকার প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, এডভোকেট মোশারফ হোসেন মীরধা, এডভোকেট শহিদুল ইসলাম রেনু,এডভোকেট জয়নাল আবেদীন, এডভোকেট হোসনে আরা শিউলি, এডভোকেট আব্দুল মতিন, এডভোকেট সাইফুল ইসলাম সেকুল সহ অনেকেই।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন