আইন,বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সদস্য ঈশ্বরগঞ্জের ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।গত ২-মার্চ দশ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে একজনকে সভাপতি করে অপর নয়জন কে করা হয় সম্মানিত সদস্য।
৫-মার্চ একমিটি তা প্রকাশিত হয়।কয়েকদিন ধরে কমিটি যোগাযোগ মাধ্যম ফেস বুকে তা ব্যাপক ভাইরাল হয়।এর মধ্যে এ কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের গণমানুষের প্রিয় নেতা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এম পি’র সুযোগ্য কন্যা, ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি।উল্লেখ্য যে,আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন দিনাজপুর ৫-আসনের মোস্তাফিজুর রহমান এমপি।
সম্মানিত সদস্য হলেন (ভারপ্রাপ্ত) মন্ত্রী-প্রতিমন্ত্রী,আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়,ঢাকা ২-আসনের মোঃ কামরুল ইসলাম এমপি, মোঃ নুরুল ইসলাম সুজন এমপি,চট্রগ্রাম ৫-আসনের আনিসুল ইসলাম মাহমুদ এমপি,ঝালকাটি ৫-আসনের মুহাম্মদ শাহজাহান উমর এমপি,হবিগঞ্জ১-আসনের ফয়েজ উদ্দিন শরীফ এমপি,চাদপুর১-আসনের সেলিম মাহমুদ এমপি,মহিলা আসন ২১- ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি,মহিলা আসন ৩২-সানজিদা খানম এমপি।এব্যাপারে ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি বলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সরকারের যে অর্পিত দায়িত্ব দিয়েছেন সেটা আমি যথাযতভাবে পালন করিব।আমি সকলের সহযোগিতা কামনা করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন