আইনশৃঙ্খলা বজায় থাকলে সমাজে শান্তি বিরাজ করে- মেজর মোর্শেদ
আইনশৃঙ্খলা বজায় থাকলে সমাজে শান্তি বিরাজ করে। আইনের মধ্যে থেকে সবারই দেশকে ভালোবাসা উচিত, আইনের প্রতি সকলের শ্রদ্ধাবোধ থাকা উচিত। সে কারণে দেশ ও জনগণের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসুন।
জামালপুরের দেওয়ানগঞ্জে সেনা সদস্যদের সমম্বয়ে রাজনৈতিক পটপরিবর্তনে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সেনাবাহিনী কর্মকর্তা মেজর সারওয়ার মোর্শেদ। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে এ সভায় অন্যাদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান, আনসার (ভিডিপি) কর্মকর্তা নজরুল ইসলাম, বিজিবি বাঘারচর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আশরাফ আলী, মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি) আশরাফ আলী, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী।
আইনশৃংখলা নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি মেজর সারওয়ার মোর্শেদ আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সারাদেশের ন্যায় দেওয়ানগঞ্জে সেনা সদস্য ও পুলিশ একযোগে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিফ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন