আইনস্টাইনের ‘জিভের ছবি’ নিলামে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/Ainstain-20170730133259.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিলামে বিক্রি হয়েছে নোবেলজয়ী বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জিভ বের করা একটি ছবি। ছবিটির নিচে রয়েছে আইনস্টাইনের স্বাক্ষর।
জিভ বের করে রাখার কারণে বিশেষ গুরুত্ব পাওয়া এই ছবিটি সম্প্রতি নিলামে বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকায় বিক্রি হয়।
আইনস্টাইনের বিশেষ পোজ দেওয়া ছবিটি বিশ্বের দামি ছবিগুলোর মধ্যে অন্যতম বলে জানা গেছে।
১৯৫১ সালের ১৪ মার্চ দ্য প্রিন্সটন ক্লাবে আইনস্টাইনের ৭২তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ছবিটি তোলা হয়।
এটি তুলেছিলেন ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের বিখ্যাত আলোকচিত্রী আর্থুর স্যাসে। তিনি ছবি তোলার সময় আইনস্টাইনকে অল্প হাসতে অনুরোধ করেন। এ সময় মজা করার জন্য জিভ বের করে পোজ দেন আইনস্টাইন।
পরবর্তীতে আইনস্টাইনের এই ছবিটা ব্যাপক জনপ্রিয় হয়ে যায়। নিজের কাছে ছবিটির ৯টি কপি রেখে দিয়েছিলেন আইনস্টাইন। ওই ছবিগুলোর ১টি ২০০৯ সালের জুনে নিলামে ওঠে। এবার একই ছবি আবারও নিলামে বিক্রি হলো।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন