আইপিএলে সাকিব-মোস্তাফিজের ভিত্তি মূল্য এক কোটি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭-২৮ জানুয়ারি। নিলামের জন্য ইতোমধ্যে খেলোয়াড়দের ভিত্তি মূল্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ভিত্তি মূল্যে মোট তিনটি ক্যাটাগরি করা হয়েছে।
প্রথমটি দুই কোটি ভারতীয় রুপি, দ্বিতীয়টি দেড় কোটি ভারতীয় রুপি। অন্যটি এক কোটি ভারতীয় রুপি। এক কোটি ভারতীয় রুপির ক্যাটাগরিতে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান।
২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবার সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা। অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০১৬ ও ২০১৭ সালে খেলেছেন পেসার মোস্তাফিজুর রহমান। সুতরাং, দুইজনের নামই নিলামে উঠছে। এবার হয়তো নতুন দলের হয়ে তাদের আইপিএল মাতাতে দেখা যেতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন