আইপিএলে সেরা অধিনায়ক ধোনি, দলে নেই ডি ভিলিয়ার্স
আইপিএলের ১০ বছরের ইতিহাস সাক্ষী বহু স্মরণীর পারফরম্যান্সের। বেন্ড্রন ম্যাকালামের ৭৩ বলে ১৫৮ বা অনিল কুম্বলের পাঁচ রানে পাঁচ উইকেটের রকম অনবদ্য পারফরম্যান্স বহুবার দেখেছে ক্রিকেটপ্রেমীরা।
তাই এই ১০ বছরের পারফরম্যান্সের ভিত্তিতে বিখ্যাত একটি ক্রিকেট ওয়েবসাইট যে দল বানিয়েছে তাতে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে, তবে জায়গা হয়নি এবিডি ভিলিয়ার্সের।
ওপেনার হিসেবে রাখা হয়েছে ক্যারিবিয়ান ‘হিটম্যান’ ক্রিস গেইল ও ‘নজফগড় সুলতান’ বীরেন্দ্র শেওয়াগকে। তিন নম্বরে পজিশনের জন্য রাখা হয়েছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলিকে।
এ ছাড়াও দলে রয়েছেন রোহিত শর্মা ও সুরেশ রায়না। আর অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে ধোনিকে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটের মিলিয়ন ডলার বেবি টুর্নামেন্টে ন’বার নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে আটবারই তাঁর দল প্লে অফে খেলেছে।
অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে ডোয়েন ব্রাভোকে। চারজন বোলার হলেন সুনীল নারিন,রবিচন্দন অশ্বিন,লসিথ মালিঙ্গা, ভূবনেশ্বর কুমার। তবে জায়গা পাননি ক্রিকেটের ‘সুপারম্যান’ এবিডি ভিলিয়ার্স৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন