আইপিএল খেলতে চান সাকিব, বিশ্বকাপ নিয়ে ভাবনায় বিসিবি
এ মাসেরই শেষ দিকে শুরু হতে যাচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের দ্বাদশ আসর।
যেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামার কথা রয়েছে সাকিব আল হাসানের।
তবে এ মুহূর্তে ইনজুরিগত কারণে ২২ গজ থেকে ছিটকে গেছেন সাকিব। সেই আঙুলের চোট ভোগাচ্ছে তাকে।
আর সে কারণেই সাকিব আইপিএল খেলতে যাবেন কি-না সে বিষয়ে আলোচনায় বসবে বিসিবি।
কারণ সামনেই রয়েছে ক্রিকেট মহাযজ্ঞ বিশ্বকাপ।
জানা গেছে, আসন্ন বিশ্বকাপপে সামনে রেখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
তবে সাকিবের বেলায় কি সিদ্ধান্ত?
বিষয়টি সাকিবের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গত রোববার নিউজিল্যান্ডে টাইগারদের খেলা দেখতে গিয়ে সংবাদমাধ্যমে পাপন বলেন, ‘ আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি মোস্তাফিজুর রহমান আইপিএল খেলবে না। সাকিবের খেলা নিয়েও কথা চলছে। এখানে দেখতে হবে সে নিজে কী চায়। কারণ সাকিব আইপিএল খেলতে খুবই আগ্রহী।
সাকিব আর মুস্তাফিজবিহীস আইপিএল বাংলাদেশের দর্শক পাবে না বলে মনে করেন পাপন।
তিনি বলেন, সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মুস্তাফিজের কারণে। আর এ দুজন আইপিএলে না গেলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে না।’
তবে বাংলাদেশের লক্ষ্য এসময় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়ে যেন দলের এমন দুই উপযুক্ত খেলোয়াড় ইনজুরি সমস্যায় না পড়েন।
বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের কোনো ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চোটের কারণে জাতীয় দলের খেলা মিস করে, বিষয়টি খুব খারাপ হবে।
তাই এ বিষয়ে সতর্ক থাকাটা কাম্য বলে মনে করেন নাজমুল হাসান পাপন।
প্রসঙ্গত, আঙুলের চোটে ফের মাঠের বাইরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
বিপিএলের জমজমাট ফাইনাল উপভোগ্য হলেও এদিন সাকিবের ইনজুরি মন ভেঙে দেয় ক্রীড়ামোদিদের। অবশেষে তাকে ছাড়াই নিউজিল্যান্ডে উড়ে যায় বাংলাদেশ। সেখানে শুধু ওয়ানডেই নয় তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুইটিতেও খেলছেন না সাকিব।
মাঠে ফিরতে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগবে বাঁহাতি এ অলরাউন্ডারের।
বিসিবির জেষ্ঠ চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বেঁধে দেয়া সময় তাই বলছে।
তবে সাকিবের সেরে ওঠার পরপরই শুরু হতে যাচ্ছে আইপিএল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন