আইপিএল : শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মোস্তাফিজুর রহমান। আসরের সর্বোচ্চ উইকেটর শিকারির পুরস্কার পার্পল ক্যাপের মালিক ছিলেন চেন্নাই সুপার কিংসের এই বাংলাদেশি পেসার। তবে গতকাল রাতে যুজবেন্দ্র চাহালের কাছে শীর্ষস্তান হারিয়েছেন দ্য ফিজ।
চাহাল মোস্তাফিজের থেকে এক ম্যাচ বেশি খেলে এখন সর্বোচ্চ ১০ উইকেটের মালিক। যেখানে গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ২ উইকেট নিয়ে বেগুনি ক্যাপের মালিকানা নিজের কাছে নেন রাজস্থান রয়্যালসের এই লেগ স্পিনার।
যদিও ম্যাচটি জিততে পারেনি রাজস্থান। নাটকীয় ম্যাচে শেষ বলে হেরে যায় আইপিএলের প্রথম মৌসুমের চ্যাম্পিয়নরা। জয়পুরে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে রাজস্থান। ৪৮ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন রিয়ান পরাগ ও ৩৮ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন।
লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে জয় পায় গুজরাট। ৪৪ বলে সর্বোচ্চ ৭২ রান করে অধিনায়ক শুভমান গিল। আভেস খানের করা শেষ ওভারে ১৫ রান তুলে জয় পায় গুজরাট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন