আইসিসির বিশ্বকাপ দলের সেরা অধিনায়ক মিতালি
তীরে এসে তরী ডুবিয়ে বিশ্বকাপটা অল্পের জন্য হাতছাড়া হলেও সান্তনা পুরস্কার পেলেন মিতালি রাজ। ভারত অধিনায়ককেই আইসিসি মহিলা বিশ্বকাপের সেরা অধিনায়ক বেছে নেওয়া হল।
গতকাল রোববার লর্ডসে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হারে ভারত৷ রুদ্ধশ্বাস লড়াইয়ে অভিজ্ঞতার কাছে হার মানেন মিতালি অ্যান্ড কোং৷ ফাইনালের চাপ নিতে না-পেরে মাত্র ২৮ রানে শেষ সাতটি উইকেট হারিয়ে বিশ্বকাপটা হাতছাড়া করে ভারতীয় মহিলাবিগ্রেড৷
মিতালির নেতৃত্বে ১২ বছর বিশ্বকাপ ফাইনালে ওঠে ভারত৷ টুর্নামেন্টে দারুণ শুরু করে ভারতীয় দল৷ লিগের ম্যাচে নিউজিল্যান্ডকে ১০৯ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল ‘উইমেন ইন ব্লু’৷ সেমিফাইনালে ছ’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৮৬ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় ভারত৷ ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মিতালি৷
টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক (৪০৯) রান তাঁর ঝুলিতে৷ মাত্র এক রানের জন্য সর্বোচ্চ রনের মালকিন হতে পারেননি মিতালি৷ ফাইনালে রান-আউট হয়ে প্যাভিলিয়ন ফেরেন তিনি৷ টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি করেন মিতালি৷ তাঁকেই সোমবার বিশ্বকাপের সেরা ক্যাপ্টেন বেছে নেয় আইসিসি৷
মিতালি ছাড়াও আইসিসি-র বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন আরও দুই ভারত কন্যা৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলা হরমনপ্রীত কউর এবং অল-রাউন্ডার দীপ্তি শর্মা৷ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের চার ক্রিকেটার আইসিসি-র দলে সুযোগ পেয়েছেন৷
টুর্নামেন্টে সর্বাধিক রান করা তামসিন বিমাউন্ট (৪১০), ফাইনালে ম্যাচের সেরা আয়না শ্রুবসোলে, উইকেটকিপার সারা টেলর এবং বাঁ-হাতি স্পিনার অ্যালেক্স হার্টলে৷ দক্ষিণ আফ্রিকার তিন জন (লরা, কেপ ও নিয়েকার্ক৷ এছাড়া অস্ট্রেলিয়া দল থেকে সুযোগ পেয়েছেন এলিসি পেরি৷ দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের নাটালিয়ে সিভার৷ বিশ্বকাপে ৩৬৯ রান এবং সাতটি উইকেট নিয়েছেন তিনি৷
মিতালি, টেলর ও শ্রুবসোলে এ নিয়ে দ্বিতীয়বার আইসিসি-র বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন৷ এর আগে ২০০৯ বিশ্বকাপে আইসিসি-র প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন মিতালি ও টেলর৷ এবং আর শ্রুবসোলে ২০১৩ বিশ্বকাপে আইসিসি-র দলে জায়গা পেয়েছিলেন৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন