আইসিসি বর্ষসেরা নারী দল ঘোষণা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বছর বর্ষসেরা নারী দল (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ঘোষণা করেছে। পঞ্চাশ ওভারের ওয়ানডে ফরমেটে অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের অধিনায়ক হিদার ক্লেয়ার। অন্য দিকে ২০ ওভার ফরমেটের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের জ্যামাইকান ক্রিকেটার স্টিফেইন টেইলর।
খেলোয়াড়দের ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পারফরমেন্স বিবেচনা করে বর্ষসেরা দল গঠন করেছে আইসিসি। বর্ষসেরা ওয়ানডে দলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়র এবং টি-টোয়েন্টি দলে এ পাঁচ দেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা স্থান পেয়েছেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কোন খেলোয়াড় কোনো ফরমেটেই জায়গা করে নিতে পারেননি।
বর্ষসেরা ওয়ানডে নারী ক্রিকেট দল (ব্যাটিং ক্রম অনুযায়ী)
১. টমি বিউমন্ট (ইংল্যান্ড)
২. মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
৩. মিতালী রাজ (ভারত)
৪. অ্যামি স্যাটার্টওয়ের্থ (নিউজিল্যান্ড)
৫. এলিস পেরি (অস্ট্রেলিয়া)
৬. হিদার ক্লেয়ার (অধিনায়ক) (ইংল্যান্ড)
৭. সারাহ্ টেইলর (উইকেট কিপার) (ইংল্যান্ড)
৮. ডেন ফন নাইকার্ক (দক্ষিণ আফ্রিকা)
৯. মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা)
১০. একতা বিস্ত (ভারত)
১১. এলেক্স হ্যার্টলি (ইংল্যান্ড)
বর্ষসেরা টি-টোয়েন্টি নারী ক্রিকেট দল (ব্যাটিং ক্রম অনুযায়ী)
১. বেথ মুনি (উইকেট কিপার) (অস্ট্রেলিয়া)
২. ড্যানি ওয়াট (ইংল্যান্ড)
৩. হারমানপ্রীত কৌর (ভারত)
৪. স্টিফেইন টেইলর (অধিনায়ক) (ওয়েস্ট ইন্ডিজ)
৫. সোফি ডিভাইন (নিউজিল্যান্ড)
৬. দিয়ান্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ)
৭. হ্যালি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ)
৮. মেগান স্কট (অস্ট্রেলিয়া)
৯. আমেন্ডা-জ্যাজ ওয়েলিংটন (অস্ট্রেলিয়া)
১০. লিয়া টাহুহু (নিউজিল্যান্ড)
১১. একতা বিস্ত (ভারত)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন