আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে ঢাবির ২ ছাত্র

আওয়ামী লীগের নিষিদ্ধ ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র।ওই শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হচ্ছে অনশন থেকে সরবেন না তারা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে সরেজমিনে গিয়ে দেখা ওই দুই ছাত্র তিন প্লেকার্ড হাতে নিয়ে অনশনে বসেছেন। যেখানে লিখা, ‘আমরণ অনশন আওয়ামীলীলর নিষিদ্ধ ও বিচার চাই’, ‘আমরণ অনশন, শহিদ আবু সাঈদ ওয়াসিস মুগ্ধের রক্ত লাল, আওয়ামীলীগের সেল্টার দেয় কোন দালাল।’ ওই ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক ও ২২-২৩ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের আবু সাঈদ।

জানা যায়, শুরুতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে আমরণ অনশনে বসার ঘোষণা দেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক। তিনি বলেন, ‘শুরুতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নামের একটি গ্রুপে স্ট্যাটাস দিই, পরে অনেক শিক্ষার্থীই সংহতি জানান। এর মধ্যে সাঈদ আমার সঙ্গে অনশনে বসার ঘোষণা দিয়ে অনশনে বসেছেন। এতোদিন হয়ে গেল, এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারল। তারা ২ হাজারের মতো মানুষ মেরেছে, এই জুলাই গণঅভ্যুত্থানে। এছাড়া বিগত ১৫ বছরে যে ধরনের অপরাধ করেছে সবগুলোর বিচার নিশ্চিত করতে হবে।’

বিচার নিশ্চিত না করা হলে অনশন থেকে উঠবেন না উল্লেখ করে আবু সাঈদ বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের বিচার না করা হচ্ছে, আমরা এখান থেকে সরছি না। আমরা চাই, অবিলম্বে আওয়ামী লীগের নিষিদ্ধ ও বিচার দাবি নিশ্চিত করা।’