আওয়ার নিউজের সম্পাদকের সদ্যপ্রয়াত চাচার দাফন সম্পন্ন

সরকারি নিবন্ধনপ্রাপ্ত আওয়ার নিউজের সম্পাদক ও এটির সহযোগী আঞ্চলিক সংবাদ মাধ্যম কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদের চাচা সদ্যপ্রয়াত আলহাজ্ব আবুল বাসারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামে মরহুমের নিজ বাসভবন চত্বরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এতে অসংখ্য মুসল্লি অংশ নেন।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী, মরহুমের বড় ভাই কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম.এ কালাম, চন্দনপুর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম.এ মাসুদ রানা, মরহুমের ছোট ছেলে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামান, মরহুমের ভাইপো আরিফ মাহমুদ প্রমুখ।

জানাজা পূর্ব আলোচনা পরিচালনা করেন শার্শার কায়বা বাইকোলা মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হুদা।

জানাজা নামাজে ইমামতি করেন গয়ড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ওমর ফারুক।

এদিকে, সদ্যপ্রয়াত আবুল বাসারকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে ছুটে যান কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকুসহ অসংখ্য গুনগ্রাহী।

উল্লেখ্য, ২১ আগস্ট সন্ধ্যায় আলহাজ্ব আবুল বাসার ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ওই গ্রামের মৃত শামসুল হকের পুত্র।