আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস এর মৃত্যুতে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস এর মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।
ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) ভোরে ৫.২০ ঘটিকায় তিনি মারা যান । মৃত্যুকালে মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে রেখে গেছেন তিনি।
মুকুল বোস দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন।এর আগে গত ১জুন মুকুল বোসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। বেশ কিছুদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।
শোকবার্তায় তারা বলেন, রাজনীতিকে দেশ ও মানুষের সেবার ব্রত হিসেবে নিয়েছিলেন মুুকুল বোস। তিনি দেশ ও দলের জন্য ছিলেন নিবেদিতপ্রাণ। যা নবীন রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য অনুকরণীয়।
প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী প্রয়াত মুকুল বোসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন