আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন মাশরাফি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে মনোনয়ন সংগ্রহ করতে এসেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার (১১ নভেম্বর) দুপুরে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়ে দিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিতে চান না। রাতে সংবাদ কর্মীদের মুঠো ফোনের ক্ষুদে বার্তায় এমনটাই জানান বিশ্ব সেরা অলরাউন্ডার।
গতকাল সকালে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় আওয়ামী লীগ অফিসে। এ সময়, দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়- জাতীয় ক্রিকেট দলের দুই তারকা খেলোয়াড় খুব শিগগিরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
আজ সাকিব মাগুরা থেকে এবং মাশরাফি নড়াইল থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনবেন বলেও জানানো হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনায় সরব হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গন। তবে, গতরাতে সবাইকে চমকে দিয়ে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন সাকিব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন