আকাশে দেখা গেল আগুনের রংধনু
অগ্নিশিখার মতো রংধনু কখনও দেখেছেন কী? সম্প্রতি উত্তর থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশে অগ্নিশিখার মতো এক ধরনের একটা বড় রংধনু দেখা গেল। এই বিরল প্রাকৃতিক ঘটনা সারকামহরাইজোন্টাল আর্ক বলে।
মেঘের ফাঁকে সাতরঙের বিচ্ছুরণ অনেকটা অগ্নিশিখার মতো দেখতে লাগে। বায়ূমণ্ডলে স্ফটিক বরফের মধ্যে দিয়ে সূর্যরশ্মি গেলে আগুনে রংধনু দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা সোস্যাল মিডিয়ায় এই বিরল প্রাকৃতিক ঘটনার ছবি পোস্ট করেছেন। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, এটা একটা অসাধারণ সুন্দর দৃশ্য। এ রকম এর আগে কখন দেখিনি। ভবিষ্যতেও হয়ত আর দেখতে পাব না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন