আকাশ থেকে নেমে এল আগুন বৃষ্টি!
 
            
                     
                        
       		চীনের মানুষ এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে রইলো। গত ১১ মে দেশটির লাইওনিং প্রদেশের শেনইয়াং এলাকার ব্যস্ত রাস্তায় আকাশ থেকে বৃষ্টির মতো আগুন ঝরেছে।
অবিশ্বাস্য ঘটনাটি ঘটলো একটি বজ্রপাতের বিকট শব্দের পর।তবে এ সময় রাস্তায় লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর এনডিটিভির।
এ সময় একটি গাড়ির ড্যাশবোর্ড থেকে ধারণ করা ৮ সেকেন্ডের একটি ভিডিও চীনা গণমাধ্যম চায়না প্লাস নিউজ তাদের ফেসবুকে আপলোড করার পরই তা ভাইরাল হয়ে পড়ে।
কয়েক ঘণ্টার ব্যবধানে হাজার হাজার মানুষ এ ভিডিও দেখেছেন, শেয়ার করেছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, বজ্রপাতের পর আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়ে রাস্তার ওপর পড়ছে। ঘটনার শুরুতেই বিশাল এক আলোকচ্ছটা দেখা যায়।
তারপর সেকেন্ডের ভগ্নাংশের সময়ের মধ্যেই অন্ধকার হয়ে যায় চারপাশ। এর পরপরই রাস্তার পাশে থাকা গাছের সারিগুলো থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়তে থাকে। ওই সময় রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	