আকাশ থেকে পড়ছে আগুনের গোলা! আতঙ্কিত গ্রামবাসী (ভিডিও)
ঘটনাটি ঘটেছে পেরুর পুনোতে৷ আকাশ থেকে বৃষ্টি নয়, নেমে আসছে একের পর এক অদ্ভুত বস্তু৷ আগুনে ঝলসানো সেই বস্তু৷ যা দেখে আতঙ্কিত গ্রামবাসী৷ কৃষিজমির উপর নেমে আসছে এই আগুনের গোলা৷ আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং চাষীরা৷
সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি৷ পুনোর তিঙ্গো মারিয়া এবং পুকাল্লাপা এই দুই শহরের কৃষিজমিতেই এই ঘটনাটি ঘটেছে৷ এই দুই শহরের দূরত্ব একে অপরের থেকে মাত্র ১১৫ মাইল৷
ঘটনার পর পর্যবেক্ষণ করার জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছেন পেরুর বিমান বাহিনীর কর্মীরা৷ তারা জানিয়েছেন, এই তিনটি বস্তু আদতে ফুয়েল ট্যাঙ্ক SL-23 rocket৷ তবে, এটি কোন আন্তর্জাতিক বিমানের ধ্বংসাবশেষ নয়৷ কারণ সেই মুহূর্তে ওই এলাকার উপর দিয়ে কোন আন্তর্জাতিক বিমান যাতায়াত করেনি৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন