আগামি মাসে শেষ হচ্ছে পদ্মা সেতু সড়কের কার্পেটিং

আগামি মাসেই শেষ হচ্ছে পদ্মা সেতুর ওপর সড়কের কার্পেটিং। গ্যাসলাইন বসে গেছে ৭১ ভাগ। মূল সেতুর অগ্রগতি প্রায় ছিয়ানব্বই শতাংশ। জুনে যান চলাচলের জন্য খুলে দিতে চলছে মহাকর্মযজ্ঞ।

পদ্মা সেতুর অবকাঠামোর কাজ প্রায় শেষ, যান চলাচলের জন্য খুলে দিতে এখন পুরোদমে চলছে শেষ ধাপের খুঁটিনাটি কাজ। সেতুর বুকে দেওয়া হচ্ছে ওয়াটার প্রুভ লেয়ার। এ লেয়ারগুলোই সেতুর ভেতরে পানি প্রবেশ ঠেকাবে। এতে সেতুর আয়ু শতবছর নিশ্চিত করবে। লেয়ারের উপরেই হচ্ছে কার্পেটিং।

ওয়াটার প্রুফিং ওয়ার্কের অগ্রগতি পৌনে ১৪ এবং কার্পেটিং অগ্রগতি ২ দশমিক ০৫ ভাগ। আর ভায়াডাক্টে কার্পেটিং হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ।

গ্যাস পাইপ লাইনের অগ্রগতি ৭১ দশমিক ৮৫ ভাগ, ৪০০ কেভি টিএল প্ল্যাটফর্ম ৬৮ শতাংশ। আর রেলওয়ে ভায়াডাক্টে প্যারাপেটর অগ্রগতি ৬৬ দশমিক ৮৫ শতাংশ। সংযোগ সেতুতে স্টিল ল্যাম্প পোস্টের কাজ হয়েছে ১৯ দশমিক ৫৪ শতাংশ। কাজের অগ্রগতিতে খুশি পদ্মা পাড়ের মানুষ।

এরইমধ্যে গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু পরিদর্শনের পর যেন কাজের গতি আরও বেড়েছে। সেতু যথাসময়ে খুলে দিতে মুভমেন্ট জয়েন্টের সম্পন্ন হলেই কার্পেটিংয়ের কাজে গতি আসবে।

পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, মূল সেতুর কাজের অগ্রগতি প্রায় ছিয়ানব্বই শতাংশ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৮৭ দশমমিক ৫০ শতাংশ। সার্বিক অগ্রগতি সাড়ে ৮৯ শতাংশ।