আগামীকাল খুলছে বেরোবি, ক্লাস মঙ্গলবার থেকে
এইচ.এম নুর আলম, রংপুর থেকে : দীর্ঘদিন ধরে পবিত্র ঈদ উল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশকালীন বন্ধ শেষে আগামীকাল সোমবার খুলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তবে ক্লাস শুরু হবে মঙ্গলবার(১৮ জুন) থেকে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার থেকে এ তথ্য জানা গেছে।
একাডেমিক ক্যালেন্ডার এর ছুটির তথ্য অনুযায়ী, ১৯ মে থেকে ১৬ জুন পর্যন্ত প্রশাসনিক ছুটি এবং ১৬ মে থেকে ১৭ জুন পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সে অনুযায়ী ছুটি শেষে সোমবার থেকে প্রশাসনিক কার্যক্রম এবং মঙ্গলবার থেকে একাডেমিক কার্যক্রম চালু হবে বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হল ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশ সহজতর করতে এবং বিভিন্ন পরীক্ষার কথা বিবেচনা করে ১১ জুন সিদ্ধান্ত গ্রহণ করে ১৩ জুন থেকে হলগুলো খুলে দেওয়া হয়।
এর আগে পবিত্র ঈদ উল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, বড় দিন উপলক্ষে প্রশাসনিক ২৯ দিন এবং একাডেমিক (১৬ মে-১৭ জুন) কার্যক্রম ৩৩ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন